এক্সক্লুসিভ ডেস্ক : সৌন্দর্য চর্চায় এবার যোগ হয়েছে জীবন্ত শামুক। খুব ধীরে ধীরে একেকটি শামুক আপনার গাল, গলা, কপাল বেয়ে উঠবে। হেঁটে বেড়াবে আপনার সারা মুখমণ্ডলে। ঠাণ্ডা এক অনুভূতি লাগবে আপনার! গা শিরশির করলেও এটাই সত্যি। রূপচর্চায় জীবন্ত শামুকের ব্যবহারের খবর মিলেছে জাপানে।
জাপানের একটি ক্লিনিক্যাল সেলুনে এভাবেই জীবন্ত শামুককে ব্যবহার করা হচ্ছে। মুখের এ ফেসিয়াল পদ্ধতির নাম রাখা হয়েছে স্নেইল ফেসিয়াল বা সেলিব্রেটি এস্কারগট কোর্স। এতে ত্বকের দাগ দূর করে ত্বককে সজীব রাখতে নাকি দারুণ কার্যকর।
এ বিষয়ে রূপচর্চা বিশেষজ্ঞ মানামি তাকামুরা বলেন, শামুকগুলো যখন আপনার ত্বকের ওপর দিয়ে হাঁটতে থাকবে, তখন আপনার মনে হবে আপনি একটি ম্যাসাজের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এগুলো বেশ ঠাণ্ডা, তাই বেশ আরামও লাগবে এ পদ্ধতিতে। তবে এ পদ্ধতিতে সৌন্দর্য চর্চায় ভয় পেলে কিন্তু চলবে না।

আর ভয় পাওয়ার বা কী আছে! ইন্দোনেশিয়ার একটি পার্লারে তো পাইথন দিয়ে বডি ম্যাসাজই চলে। বডি ম্যাসাজে বৈচিত্র্য আনতেই নাকি এই সংযোজন।
২০১৩ সালে এমন অদ্ভুত সব রূপচর্চায় এসেছে মাছ, শুঁয়োপোকা, সাপ ছাড়াও নানা কিছু। রূপচর্চায় বিয়ারের পাশাপাশি বডি ম্যাসাজে চকলেটের ব্যবহারও নাকি নিয়ে এসেছে ভিন্ন মাত্রা। আর এবার জীবন্ত শামুকের ব্যবহার রূপচর্চায় নতুনত্ব আনতে দারুণ কার্যকর ও জনপ্রিয় হবে বলে আশাবাদী আয়োজকরা।