ভালোবাসলে পাবেন ৫০০ কোটি টাকা !
এক্সক্লুসিভ ডেস্ক: কে না হতে চায় কোটিপতি? আপনি আমি সবাই । আর সে সুযোগটাই এবার একেবারে হাতের নাগালে, তবে সুযোগ কাজে লাগাতে হবে আপনার নিজস্ব একান্ত গভীর ভালোবাসা দিয়ে ।
এবার হয়তো আপনার কোটিপতি হবার স্বপ্ন বাস্তব হবেই । ১ কোটি কিংবা ২ কোটি টাকা নয়, আপনি পাবেন প্রায় ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০০ কোটি টাকা ।
কি নড়েচড়ে বসলেন বুঝি? হ্যাঁ পাঠক, হংকংয়ের এক ব্যক্তি ঘোষণা করেছেন, তার মেয়েকে যে বিয়ে করবে তাকে তিনি ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫০০ কোটি টাকা) যৌতুক দেবেন। কন্যা গিগি চাও -এর জন্য এমনটাই ঘোষণা দেন বাবা সিসিল চাও সে সুং !
আরো সুখবর হলো, পাত্র যদি গরিব অথবা অন্য কোন দেশের নাগরিক ও হয়, তাহলেও কোন আপত্তি নেই সেই মহানুভব ব্যক্তির।
তবে মজার ব্যাপার, বাবা সিসিল চাও-এর এমন প্রস্তাব শুনে পুলকিত হয়েছেন তার মেয়ে গিগি চাও নিজেও। তিনি তার বাবার প্রস্তাবকে খুবই মজাদার বলে মন্তব্য করেছেন।
সেক্ষেত্রে সিএনএন জানায়, গত সপ্তাহে সিসিলের মেয়ে গিগি প্যারিসে উৎসব করে একজনকে বিয়ে করেছিলেন। কিন্তু ওই বিয়েটা মেনে নিতে পারেননি বাবা সিসিল।
তবে বাবার অভিনব প্রস্তাবে পুলকিত গিগি বলেছেন, তার বাবা তাকে খুবই ভালবাসেন বলেই এমন প্রস্তাব দিয়েছেন। গিগি বিয়ের কথাও অস্বীকার করেছেন। তবে শুধু বিয়ে করতে রাজি হলেই যে এতোগুলো টাকা পাবেন সেটাই বা হয় কী করে!
কিন্তু বাবা সিসিল এক কথার মানুষ ! তিনি এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করে যে তার মেয়েকে বিয়ে করতে রাজি হবে তাকে ওয়াদা দিতে হবে যে, তিনি তার মেয়েকে গভীরভাবে ভালোবাসবেন। এমনকি তার মেয়ের প্রথম বিয়ের কথাটিও তাকে ভূলে যেতে হবে ।
এতোটুকু হলেই সব ঠিকঠাক ছিলো। কিন্তু এতো এতো সুখের বার্তার মাঝে আরও একটু দুঃখের ছোঁয়া রয়েছে। আর দুঃখের বিষয়টি হলো, আপনার যতই লোভ থাকুক না কেন, আপনি যখন গিগি সম্পর্কে আরও একটু জানবেন তখন ভড়কে যাবেন সুনিশ্চিত।
কারণ প্রথমবার গিগি যাকে ঘটা করে বিয়ে করেছিল তিনি ছিলেন একজন মহিলা। তার নাম শঁএভ। এর মানে হচ্ছে টাকার লোভে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি একজন লেসবিয়ান (সমকামী)।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস