‘বাদাম চোর’ ধরলেন মহারানী
এক্সক্লুসিভ ডেস্ক : বেশ কিছুদিন ধরেই চোরের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। কিন্তু বিষয়টি এতোই ছোটখাটো যে, এ নিয়ে অতোটা হইচই হয়নি। তারপরও ইংল্যান্ডের মহারানী বলে কথা! শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার হলো। ইংল্যান্ডের মহারানী নিজেই ধরলেন চোর। মজার বিষয় হলো, সোনা-দানা বা টাকা-পয়সা নয়, বাদাম চুরি করেছিল চোর!
জানা যায়, ইংল্যান্ডের মহারানী এলিজাবেথের জন্য রাখা বাটিভর্তি নানারকম বাদাম থেকে প্রায়ই কয়েক মুঠো করে চুরি হচ্ছিল। বিষয়টি বেশ কয়েকদিন ধরে নজরে পড়ছিল স্বয়ং মহারানীরই। এ নিয়ে নিয়ে খুবই বিরক্তও হন তিনি। কিন্তু চুরি বন্ধ হচ্ছিল না। শেষমেশ নিজেই নামেন চোর ধরতে।
৮৭ বছরের বৃদ্ধা মহারানী বাদামভর্তি বাটির গায়ে দাগ দিয়ে রাখার নির্দেশ দেন। পরদিনই দেখা গেল দাগের থেকে অনেকটা কম রয়েছে। ব্যাস, হিসেব-নিকেশ কষে চোর ধরাও পড়ল। বাদাম চোর আর কেউ নয়। রয়াল পুলিশই এ কাণ্ড করেছে!
বাদামের মতো মুখরোচক খাবারের দিকে যে কারও হাত চলে যেতেই পারে। তাই বলে মহারানীর জন্য রাখা বাদামের বাটিতে হাত! এটিতো হতে পারে না। লন্ডন কোর্টে বিষয়টি উল্লেখ করেন জুরিরা। রয়টার্স জানায়, বিচারক জুরিদের সেই আবেদনকে ভিত্তিহীন অভিযোগ বলে খারিজ করে দেন।
বিষয়টি আর বেশিদূর এগুতে পারেনি। রাজ পরিবারের সাংবাদিক তার সম্পাদককে এই বাদাম চুরির ঘটনার কথা জানিয়ে একটি ইমেইল করেন। তাতে লেখা ছিল, পুলিশকে মেমো দিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। এ ধরনের কাজ তারা যেন ভবিষ্যতে আর না করে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস