শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৭:৫৯

ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাবে শিম্পাঞ্জি

ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাবে শিম্পাঞ্জি

এক্সক্লুসিভ ডেস্ক : এতোদিন হয়তো আমরা শুনেছি, পশুপাখি কিংবা বন্যপ্রাণীদের বাঁচিয়ে রাখতে মানুষ যুগ যুগ বিভিন্ন আন্দোলনের পাশাপাশি গবেষণা করে যাচ্ছেন ।

কিন্তু একি ! এবার যদি এমন হয়, আপনার পাশাপাশি একটি শিম্পাঞ্জিকেও একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে গণ্য করতে আবেদন জানানো হচ্ছে, তবে তা শুনলে আপনি নিজেও হয়তো আঁতকে উঠবেন নিশ্চিত!

হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্য, সেদিন আর বেশি দূরে নয় যেদিন এমন একটি বার্তা আপনার জন্য অপেক্ষা করছে ।

সম্প্রতি নিউইয়র্কের আদালতে এক শিম্পাঞ্জিকে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়ার আবেদন জানায় প্রাণী অধিকার সংগঠনের একদল কর্মী।

টমি নামের সেই শিম্পাঞ্জির কপালেই হয়তো জুটতে পারে ব্যক্তি হওয়ার স্বীকৃতি। পাশাপাশি তাকে মানুষের মতোই স্বাধীনতা ও সুযোগ ভোগ করতে দেয়ার আবেদনও করা হয়েছে।

প্রাণী অধিকার রক্ষার কর্মীদল এরই মধ্যে আরো তিন শিম্পাঞ্জির জন্য আদালতের শরণাপন্ন হওয়ার পরিকল্পনা করছেন। শিম্পাঞ্জিগুলোর বন্দিত্ব ঘোচাতেই এ কর্ম পরিকল্পনা বলে জানান আবেদনকারীরা।

আবেদনের সরবরাহকৃত নথিগুলোর সাথে বৈজ্ঞানিকদের দেয়া প্রমাণাদিও দিয়েছেন আবেদনকারীরা।

শিম্পাঞ্জিদের পক্ষে এমন উদ্যোগ নেওয়া স্টিভেন ওয়াইজ বলেন, 'আমরা দাবি করেছি, শিম্পাঞ্জি নিজের সিদ্ধান্ত নিতে পারে। সেইসাথে তারা আত্মসচেতন। আর সেকারণেই নিজেরাই জীবন যাপন করতে পারে।'

স্টিভেন ওয়াইজের মতে, 'শিম্পাঞ্জিকে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়ার কারণ হিসেবে তার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাই যথেষ্ট।'

এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এরই মধ্যে মাতামাতি শুরু হয়ে গেছে। তবে নিউইয়র্ক আদালত এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে