প্রেমে ব্যর্থ হলে মাছিও দেবদাস!
এক্সক্লুসিভ ডেস্ক : ড্রসফিলা। পাকা ফলের উপর ভনভন করা ছোট ছোট মাছি। সম্প্রতি এ মাছিদের ওপর গবেষণা করে জানা যায়, পুরুষ মাছিরা মিলনের প্রেমে ব্যর্থ হলে হতাশায় ভেঙে পড়ে। এমনকি এসব মাছি মদের নেশায় প্রায় দেবদাসের মতো হয়ে যায়।
নতুন এক গবেষণায় উঠে এসেছে মিলনে ইচ্ছুক পুরুষ মাছি যদি মিলনের সুযোগ না পায় তাহলে সহজেই তারা ভেঙে পড়ে। হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তাদের খাবার ইচ্ছা চলে যায়। ফলে দ্রুত তাদের জীবনে মৃত্যু এগিয়ে আসে।
মিলনের সময় স্ত্রী ফলের মাছিরা যে ফেরমোন নির্গত করে তার দ্বারা আকৃষ্ট হয়ে মিলিত হতে ছুটে যায়। কিন্তু মিলনে ব্যর্থ হলে এই ফেরোমনই পুরুষ মাছিদের শরীরে সঞ্চিত ফ্যাটের পরিমাণ কমিয়ে দেয়। তাদের খাবার ইচ্ছা চলে যায়। এমনকি প্রতিকূল পরিবেশে খাবারের অভাবে তাদের বেঁচে থাকার সহজাত ক্ষমতাকে হ্রাস করে।
ড্রসফিলা মেলানোগ্যাস্টারের সঙ্গে স্নায়ুগত বেশ মিল রয়েছে মানুষের। শেখা, স্মৃতি, সারকাডিয়ান রিদম, মৃগী, এমনকি নেশা হয়ে যাওয়ার ব্যাপারেও মানুষের মতো আচরণ করে তারা।
সানফ্রান্সিসকোর একদল গবেষক পরীক্ষা করে দেখেছেন ড্রসফিলারা এমনিতে স্বভাবে বেশ রসিক। মানুষের সঙ্গে তাদের খুব মিল। প্রেমে ব্যাথা পাওয়া মাছিদের সঙ্গে মদের পরিচয় ঘটালে তারা দ্রুত মাদকাসক্ত হয়ে পড়ে। নেশাতুর ড্রসফিলার মস্তিষ্ক থেকে নিউরোপেপটাইড এফ নামের এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়।
নিউরোপেপটাইড এফ-ই মিলনে ব্যর্থ ফলের মাছিদের দেবদাসীয় আচরণে মূল ভূমিকা গ্রহণ করে।
পরীক্ষাগারে এক দল পুরুষ ড্রসফিলার কিছু ফিজিওলজিক পরিবর্তন করে তাদের উপর স্ত্রী সেক্স হরমোন ছিটিয়ে দিয়েছিলেন গবেষকরা। এই মাছিরা নকল স্ত্রী মাছির ভূমিকা পালন করেছিলেন। এই বার কিছু পুরুষ মাছিকে ওই সব নকল স্ত্রী মাছির সামনে ছেড়ে দিলে পুরুষ মাছিরা ফেরোমনের গন্ধে আকৃষ্ট হয়ে তাদের দিকে রীতিমতো প্রেম করতে এগিয়ে আসে।
একটি পুরুষ মাছি পাঁচটি নকল স্ত্রী মাছির সঙ্গে চুটিয়ে প্রেম করে যতবার মিলিত হওয়ার চেষ্টা করে ততবারই ব্যর্থ হয়। সাধারণ অবস্থায় পাঁচটি স্ত্রী মাছির সঙ্গে মিলনের পর ক্ষুধার্ত হয়ে পড়ে। মিলনোন্মুখ পুরুষ মাছিরা ব্যর্থ হওয়ার পর এতোটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে তাদের সামনে খাবার ধরলেও তারা সে দিকে ফিরেও তাকায় না।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক প্লেচার জানিয়েছেন এই পরীক্ষা প্রমাণিত করে যৌন মিলন ফলের মাছিদের পক্ষে খুবই উপকারী। কিন্তু এতে ব্যর্থ হলে মাছিও হয়ে যায় দেবদাস। এমনকি এটি তার মৃত্যুরও কারণ হতে পারে!
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস