শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩২:০৮

বিখ্যাত জলপ্রপাত 'হুয়াং কুও শু' !

বিখ্যাত জলপ্রপাত 'হুয়াং কুও শু' !

এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীর অনেক দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় বহু জলপ্রপাত । তাই বলে সব জলপ্রপাতই মনোমুগ্ধকর বা পর্যটকদের আকৃষ্ট করতে পারে না। কিছু ভিন্ন রকম প্রাকৃতিক বৈশিষ্ট্য ও সৌন্দর্যের মধ্য দিয়েই এক একটি জলপ্রপাত সবার কাছে বিখ্যাত হয়ে ওঠে ।

তেমনই এক বিখ্যাত জলপ্রপাত 'হুয়াং কুও শু' দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌতে অবস্থিত। চীনের স্থানীয় এক ধরনের বৃক্ষ ‘হুয়াং কুও শু’ নামানুসারে এই জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে।

অন্য জলপ্রপাতের দৃশ্যের চেয়ে পর্যটকরা এর উপরে, নিচে, বামে, ডানে, সামনে ও পেছনে এই ছয়টি দিক থেকেই সবসময়কার পরিবর্তিত দৃশ্য পর্যবেক্ষণ করতে পারেন।

ঠিক এই অদ্বিতীয় বৈশিষ্ট্যের কারণেই বিশ্বের বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে এটি সবচেয়ে সুন্দর ও মনোহর জলপ্রপাত বলে পরিচিত।

হুয়াং কুও শু জলপ্রপাতকে কেন্দ্র করে এখানে বিভিন্ন আকারের আরও ১৮টি জলপ্রপাত রয়েছে। ফলে এ স্থানটি একটি বিরাট জলপ্রপাতের ‘পরিবারে’ পরিণত হয়েছে।

এর সমন্বিত নাম হলো '৯ পর্যায়ের ১৮ জলপ্রপাত' । সুন্দর এ দৃশ্য গ্রেট ওয়ার্ল্ড গিনিস সদর দফতর বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গ্রুপ বাছাই করার পাশাপাশি বিশ্ব গিনিস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে।

এটি ১০১ মিটার চওড়া এবং ৭৭.৮ মিটার উঁচু। সারা বছরের চার ঋতুতেই এতে স্রোতের ধারা অব্যাহত থাকে। 'হুয়াং কুও শু'-এর দর্শনীয় স্থানে সারি সারি নীল পাহাড় ও বিস্ময়কর সব পাথর দাঁড়িয়ে রয়েছে।

নদীর স্বচ্ছ পানি মাঝে মাঝে পাহাড়গুলো দিয়ে বয়ে যায়। কখনও কখনও ভূমির নিচের প্রান্ত ছুঁয়ে যায়। ফলে এক একটি ভূগর্ভস্থ নদীর সৃষ্টি হয়েছে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে