জাদুকরের কেরামতি ফাঁস
এক্সক্লুসিভ ডেস্ক : জনতার কাছে ধরা পড়ে গেল জাদুকরের জাদুর গোপন কেরামতি। রোববার ভারতে ঘটেছে এ ঘটনা। জাদুকর এতে আপত্তি জানায়। কিন্তু সংশ্লিষ্ট ছবিসহ এ খবর প্রকাশ হয়ে যায়। এতে ধরা পড়ে জাদুকরের সূক্ষ্ম টেকনিক। যা দেখে জনতার অভিযোগ এসে পড়ে জাদুকরের কাঁধে। প্রতারণার অভিযোগ দেন জনতা।
জানা যায়, রোববারের দুপুরে জাদুকর ম্যানড্রেক তার কেরামতি দেখাতে যান হাওড়া ব্রিজে। সেখান থেকে একটি খাঁচায় বন্দি অবস্থায় নিচে নদীতে পড়বেন। জমজমাট এ আয়োজন দেখতে হাজারো জনতার ভিড় হাওড়া ব্রিজে। জাদুকর ম্যানড্রেকের কেরামতি বলে কথা!
শুরু হলো এসকেপ ফ্রম কেজ। কিন্তু এসকেপ কোথায়? ম্যাজিশিয়ান তো ফিরে এলেন। তা দেখে দর্শকরা তো হতভম্ব ।
কিন্তু এর পেছনের খবর বের হয় এর পরেই। জাদুকর ফাঁকি দিয়ে নদীর পানির ভেতর থেকে পেছন দিক দিয়ে একটি নৌযানে উঠে পড়েন। এমন ছবি প্রকাশিত হয়ে গেলে জনতার কাছে তার কেরামতি ফাঁস হয়ে যায়।
জাদুকর এতেও আপত্তি জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রায় আড়াই হাজার শো করেছেন তিনি। তিনি জনতার সঙ্গে কোনো প্রতারণা করেননি। কিন্তু ছবিগুলো তো বলছে ভিন্ন কথা!
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস