বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ০৩:৩০:৩০

ঐ বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: ফখরুল

ঐ বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত অভিমত। তার ঐ বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এমাজউদ্দীন আহমদ বলেছিলেন, ‘জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে  অসুবিধা একটি রাজনৈতিক দল। জমায়াতের নাম উল্লেখ না করে তিনি বলেন, দলটি একটি বোঝায় পরিণত হয়েছে। এটি এখন আর সম্পদ নয়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এরই মধ্যে তার অবস্থান পরিষ্কার করেছেন। জাতীয় ঐক্য ইস্যুতে খালেদা জিয়ার ডাক সর্বত্র সারা ফেলেছে। দল এ নিয়ে কাজ করছে। সময়মতো নেত্রী এসব বিষয়ে কথা বলবেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি সংক্রান্ত মামলা নিয়েও কথা বলেন। তিনি বলেন, সরকার বিএনপিকে নির্মূলের যে নীলনকশা প্রনয়ণ করেছেন মওদুদের মামলা তারই অংশ। সরকার প্রতিহিংসার বশবতি কাজটি করেছে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের এক মতবিনিময় সভায় জামায়াতকে ইঙ্গিত করে ড. এমাজউদ্দীন আহমদ বলেন, ‘জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে একটি রাজনৈতিক দল বড় প্রতিবন্ধকতা বলে মনে হয়। কিন্তু যেকোনো মুহূর্তে ক্ষমতাসীন দল ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের বিরোধী দল, রাজনৈতিকভাবে না হলেও দেশের বিরোধী দল বেগম খালেদা জিয়ার দল বিএনপি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, ২০ দলের মধ্যে অন্ততপক্ষে এই দলটিকে আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই। তিনি বুঝতে পেরেছেন, ওই দলটিকে রাখলে যে লায়াবিলিটি আসে সেটা তিনি বহন করতে চান না। সুতরাং এই দিক থেকে দেখলে প্রতিবন্ধকতা (জাতীয় ঐক্যের ক্ষেত্রে) নেই।’

জামায়াতকে নিয়ে ড. এমাজউদ্দীন আহমদের ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা তার ব্যক্তিগত মতামত।’

জাতীয় ঐক্যের ক্ষেত্রে জামায়াত কোনো বাধা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি প্রেডিকশন, চিন্তা-ভাবনা করার। বাস্তবতা হলো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ছিলেন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেত্রী। তার অবস্থান থেকে বাস্তবতার প্রেক্ষিতে জাতীয় দায়িত্ববোধ থেকে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই ডাকে সাড়া দেয়ার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলছি, প্রাথমিক আলোচনা শুরু করেছি। ফলপ্রসূ হলে আমরা আপনাদেরকে (গণমাধ্যম) জানাব।’
০৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে