আন্তর্জাতিক ডেস্ক : ফান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব উলামা কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ জোহর শহরের জনতা ব্যাংকের মোড় হতে বিশাল এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুরের সভাপতি মাওলানা সামসুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা লিয়াকত আলী, মাওলানা কামালউদ্দিন, মুফতি আসাদুজ্জামান, মাওলানা ইয়াকুব হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, মুসলমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের বহুতল ভবনে রাসুল (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলমাদের হৃদয়ে চরম আঘাত করা হয়েছে। তারা এই জঘণ্য প্রবণতা থেকে ফ্রান্সকে সরে আসার দাবি জানান।