৩ ঘণ্টাব্যাপী ভ'য়াব'হ সংঘ'র্ষ থামাতে র্যাব-৮ ঘ'টনাস্থ'লে গিয়ে প্রায় ৩০ রাউ'ন্ড গু'লি, ৬টি সাউ'ন্ড গ্রে'নেড নি'ক্ষেপ করতে হয়। জানা যায়, তু'চ্ছ ঘট'নাকে কেন্দ্রে করে ফরিদপুরের ভা'ঙ্গা ও মাদারীপুরের রাজৈর উপজেলার ২০ গ্রামবাসীর মধ্যে ব্যা'পক সংঘ'র্ষের ঘ'টনা ঘটেছে। শুক্রবার সকালে আমিজনগর মোড়া এলাকায় প্রায় ৩ ঘণ্টা'ব্যাপী এ সংঘ'র্ষে অর্ধশতাধিক ব্যক্তি আ'হ'ত হয়।
সংঘ'র্ষে গুরুতর আহ'তদের ভা'ঙ্গা, ফরিদপুর ও রাজৈর মাদারীপুরের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ভা'ঙ্গা ও রাজৈর থানা পুলিশ এবং মাদারীপুর থেকে র্যাব -৮ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ রাউ'ন্ড গু'লি, ৬টি সাউ'ন্ড গ্রে'নেড নি'ক্ষেপ করে পরিস্থি'তি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভা'ঙ্গা উপজেলার লস্করদিয়া গ্রামের অটো মেকানিক আক্কাচের কাছে রাজৈর উপজেলার চরসারিস্তাবাদ গ্রামের জাহাঙ্গীর মেকানিক সপ্তাহখানেক আগে ৪ হাজার টাকায় একটি চার্জার মেশিন কেনেন। কিন্তু আক্কাচ জাহাঙ্গীরকে মেশিন না দিয়ে বিল'ম্ব শুরু করলে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জনের মধ্যে কথাকাটা'কাটি ও হা'তাহা'তি হয়।
এরপর শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার আমিজনগর মোড়া এলাকায় স্থানীয় মাতবররা রাজৈর উপজেলার চরসারিস্তাবাদ বাজারে মাতবরদের কাছে বিচার চাইতে গেলে তাদের অপ'মান করা হয়। এ সময় খালের দুইপারের দুই থানার প্রায় ২০ গ্রামবাসী বিভ'ক্ত হয়ে ঢাল, সড়কি, টেঁটা, ইটপাটকেল নিয়ে ধা'ওয়া-পা'ল্টা ধাও'য়া শুরু করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘট'নাস্থলে গিয়ে পরিস্থি'তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। বর্তমানে পরিস্থি'তি শান্ত আছে। এখন পর্যন্ত কেউ অভি'যোগ করেননি। অভি'যোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।