শহীদ ফকির (৪৭) নামে এক জন নিহত হয়েছে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে। ঘটনাটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এর আগে সকালে পরমেশ্বরদী ইউনিয়নের কাটা খাল এলাকায় এ ঘটনা ঘটে। শহীদ ফকির পরমেশ্বরদী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
এই ব্যাপারে শহীদ ফকিরের খালাতো ভাই মান্নান ফকির বলেন, শুক্রবার সকালে সংঘর্ষের সময় প্রতিপক্ষের রামদায়ের আঘাতে মারাত্মক আহত হন শহীদ। তাকে ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক অনাদি রঞ্জন মণ্ডল বলেন, ওই ব্যক্তির পায়ের হাড় ভেঙে গিয়েছিল। এ ছাড়া তার পেটেও আঘাত ছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।