বুধবার, ১৭ মে, ২০২৩, ১২:০৯:৫৪

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর ড. শেখ আব্দুর রহিম এর Nepal- Bangladesh Friendship Award-2023 অর্জন

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর ড. শেখ আব্দুর রহিম এর Nepal- Bangladesh Friendship Award-2023 অর্জন

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রফেসর ড. শেখ আব্দুর রহিমকে তার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য Nepal-Bangladesh Friendship Society এবং Southeast Asia Business Partnership কতৃপক্ষ ১২ মে ২০২৩ তারিখে Nepal এর রাজধানী Kathmandu তে অনুষ্ঠিত প্রোগ্রামে Nepal-Bangladesh Friendship Award-2023 প্রদান করেছেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Nepal Government এর Cultural Tourism and Civil Aviation মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী Mr. Sudan Kirati এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব Mr. Md. Mokhles ur Rahman । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপাল সরকারের সাবেক মন্ত্রী, সচিব, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রফেসর ড. শেখ রহিম তার  বক্তব্যে Nepal-Bangladesh Friendship Society এবং Southeast Asia Business Partnership কতৃপক্ষকে ধন্যবাদ জানান তাকে তার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য Nepal-Bangladesh Friendship Award-2023 প্রদান করার জন্য। তিনি তার বক্তব্যে  বিশেষভাবে উল্লেখ করেন যে এই Award তাকে আরও অনুপ্রাণিত করবে বাংলাদেশ, নেপালসহ পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে । ইতোপূর্বে তিনি Prestigious INSO Award সহ পৃথিবীর বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে তার গবেষণা কার্যক্রম ও প্রকাশনার জন্য অনেক Award পেয়েছেন।

ড. শেখ রহিম একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানব সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। তিনি সর্বদা তার কাজের মাধ্যমে দেশ, জাতি তথা বিশ্বের উন্নয়নের জন্য নিরলস চেস্টা করে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। মহান আল্লাহ যেন তাকে সব সময় সুস্থ্য রাখেন যাতে মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে