এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুর শহরতলির কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের এক ছাত্রীকে কয়েকজন দুর্বৃত্ত অপহরণের চেষ্টা করে। কিন্তু তার সহপাঠি ও স্থানীয়রা সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
আজ সোমবার সকাল ১০ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে কোমরপুর স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন তার সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসকে আটকানোর চেষ্টা করলে পালাতে চেষ্টা করে যুবকরা।
এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা তিনজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে তবে অন্যরা পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতয়ালী থানার ওসি এম এ জলিল।
তিনি বলেন, ‘একটি মাইক্রেবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। কিন্তু সহপাঠী ও স্থানীয়রা সে চেষ্টা ব্যর্থ করে দেয়। তারা তিন দুর্বৃত্তকে আটকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। অন্যরা পালিয়ে যেতে সমর্থ হয়।
আহতদের একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ ওসি আরো বলেন, ‘ওই মাইক্রোবাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভায়। পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।’