শুক্রবার, ২১ জুন, ২০২৪, ০৯:৫৬:১১

রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু, এলাকায় আত্ঙ্ক

রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু, এলাকায় আত্ঙ্ক

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেলের দুর্গম চরে রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী (৫১) নামের কৃষকের মৃত্যু  হয়েছে। তিনি সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরেশউল্লা ব্যাপারীর ছেলে।

শুক্রবার (২১ জুন) সকাল ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মোহাম্মদ আসাদুল্লাহ সুমন বলেন, ‘চরাঞ্চল থেকে একজন সাপে কাটা রোগী ভর্তি হয়েছিল।

তাকে সাপে কাটার ভ্যাকসিনও দেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন।’ 

এ বিষয়ে ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার (২০ জুন) দুপুরের দিকে হোসেন ব্যাপারীকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়।’ এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান সাবেক এই ইউপি সদস্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে