গাজীপুর : জেলার কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লাহকে হত্যার দায়ে ৬ জনকে ফাঁসি ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম ওরফে আতিক শেখ, নিজামউদ্দিন শেখের ছেলে সেলিম শেখ, বাশির উদ্দিন শেখের ছেলে নয়ন শেখ, সামশুদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার ও আলম শেখ।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ঘাগটিয়া গ্রামের আবু সাঈদের ছেলে আব্দুল মোতালেব, মোতালেবের স্ত্রী আনোয়ারা বেগম ও হাসেম আলী শেখের ছেলে শেখ সামশুদ্দিন।
মামলার বিবরণ থেকে জানা জায়, ১৫ বছর আগে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি পারিবারিক বিরোধ এবং প্রেমের সম্পর্কের জের ধরে ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লাহ সরকারকে শ্বাসরোধে হত্যা করে দণ্ডপ্রাপ্ত আসামিরা।
এ ঘটনায় নিহতের ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় ১০ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
৯ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম