বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০৮:৫৫

হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে শতাধিক শ্রমিক

 হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে শতাধিক শ্রমিক

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে এক্সপোর্ট ভিলেজ লিমিটেড নামে একটি পোশাক কারখানা চলাকালে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানাটিতে প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে বলে জানিয়েছেন শ্রমিকরা। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে হঠাৎ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) ওই কারখানার কমপক্ষে ২০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, টঙ্গীতে এক্সপোর্ট ভিলেজ লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। বেলা ১১টার দিকে একে একে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে নারী ও পুরুষ অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ দেখা দেয়। এ সময় অসুস্থ রোগীদের উপস্থিতিতে দিশাহারা হয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।

কারখানার ভেতর থাকা শ্রমিক সাইফুল জানান, গত ১২ তারিখ একই অবস্থা হয়েছিল। আজকেও একই অবস্থা হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে তা বুঝতে পারছি না। আমাদের সাথে থাকা অনেক সহকর্মী হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করলে আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই। 

আখি আক্তার নামে আরেক অসুস্থ পোশাক শ্রমিক বলেন, আমি লাইনে কাজ করছিলাম। প্রতিদিনের মতোই সব স্বাভাবিক ছিল। কিন্তু ১১টার দিকে হঠাৎ মাথা ঘোরা শুরু করে, বুক ধরফর করতে শুরু করে। পরে দুইবার বমি করি, তখন আমার মতো আরও অনেকেই এই অবস্থায় পড়ে। তারপর দীর্ঘ সময় আর কিছু বলতে পারব না। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। 

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এভাবে শ্রমিক অসুস্থ হওয়ার কারণ তাৎক্ষণিক জানা যাচ্ছে না। কারখানার খাবার পানির লাইনে কি কোনো সমস্যা নাকি কোনো গ্যাস থেকে এমন হচ্ছে তা বুঝা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর যাতে কারখানায় বিশৃঙ্খল সৃষ্টি না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে