শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ১০:২৭:৩৬

মাত্র ৭ মিনিটে সাড়ে ৩০০ ভরি স্বর্ণ লুট

মাত্র ৭ মিনিটে সাড়ে ৩০০ ভরি স্বর্ণ লুট

গাজীপুর : মাত্র ৭ মিনিটে সাড়ে ৩০০ ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে।  ঘটনাটি ঘটেছে  গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায়।

একটি স্বর্ণের দোকানে হাতবোমা ফাটিয়ে সাড়ে ৩০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
 
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের দোতলায় সঙ্গীতা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
 
ডাকাতিকালে কমপক্ষে ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ডাকাতরা।
 
এ সময় ডাকাতদের মারধরে দোকান মালিকের ছেলে সুব্রত দাস (৩২), কর্মচারী নয়ন (৩০), বোমার স্প্লিন্টারের আঘাতে ট্রাকচালক সাগর ও হেলপার সাজু আহত হন।  আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ডাকাতরা মার্কেটের সামনে মহাসড়কের ওপর একের পর এক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।  এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  মহাসড়ক ও আশপাশের দোকানগুলো মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়।
 
দোকানে বসে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ৮ জনের পিস্তলধারী ডাকাতদল জুয়েলারিতে প্রবেশ করে।  তারা তাকে, দোকানের দুই নারী ক্রেতা ও চার কর্মচারীর বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে।

তিনি জানান, পরে সেলফে সাজিয়ে রাখা স্বর্ণালঙ্কার লুট করে।  এ সময় লুটেরাদের দুজন দোকানের সিন্দুক ভাঙার চেষ্টা করে।
 
দোকান মালিক শঙ্কর চন্দ্র দাস জানান, তার দোকান থেকে কমপক্ষে সাড়ে ৩০০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়া হয়েছে।
 
তিনি বলেন, তার ছেলেসহ চার কর্মচারী দোকানে ছিল।  এসময় বাধা দিতে গেলে তার ছেলে সুব্রতকে মারধর করা হয়।  প্রায় সাত মিনিটের মধ্যে মালামাল লুট করে ময়মনসিংহের দিকে পালিয়ে যায় তারা।
 
দোকান পরিদর্শনে আসা শ্রীপুর থানার এসআই হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  লুটেরাদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে।
১২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে