শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৯:০৫:১২

৭ ঘন্টা পর গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

৭ ঘন্টা পর গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর : গাজীপুরের চন্দ্রায় সূতার গোডাউন এবং গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সাত ঘন্টারও বেশি সময় পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। দমকল বাহিনীর ১৩টি ইউনিট সেখানে কাজ করে।তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মকর্তা আরদেস আলী জানিয়েছেন,পাঁচ তলা ভবনের দুই তলায় সূতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় রাত একটার দিকে।সূতার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।

তিনি বলেন, ঐ ফ্লোরে ৫৪ হাজার বর্গফুট এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। সূতার গোডাউনের উপরের তলায় একটি গার্মেন্টস কারখানায়ও ক্ষতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন।

দমকল বাহিনীর এই কর্মকর্তা উল্লেখ করেছেন,গভীর রাতে আগুন লাগায় ভবনটিতে কোনো শ্রমিক ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তারা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
২০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে