শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ১১:১৪:০৭

কালিয়াকৈরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট

কালিয়াকৈরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড নামে ওই কারখানাটির অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে সেখানে আগুন লাগে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কালিয়াকৈর ফায়ার স্টেশন কর্মকর্তা অপূর্ব বলের ভাষ্য, সকাল ছয়টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে পরে আগুন আবার ছড়িয়ে যায়। আটতলা ভবনের ওই কারখানার চারতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আগুনে কারখানাটির অনেক কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

অপূর্ব বল জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন ধরে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।”

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, মির্জাপুর, সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. আর্দেশ আলী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে। আগুনে কোনো হতাহতের খবর জানা যায়নি বলেও তিনি জানান।
২০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে