এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির আয়োজনে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে এবং মুহূর্তে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। হাজারো মানুষের কণ্ঠে উচ্চারিত ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি পুরো এলাকা মুখরিত করে।
মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী। বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্রগঠন ও গণতন্ত্র পুনরুদ্ধার—সব ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান অনন্য। তিনি ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন।
বক্তারা আরও জানান, দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণি ও জনগণ বেগম খালেদার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করছেন। মানবাধিকার কর্মী, প্রবাসী বাংলাদেশি, এমনকি বিদেশের রাষ্ট্রপ্রধানরাও তার সুস্থতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মাহফিলে এম মনজুরুল করিম রনি বলেন, স্বৈরশাসনের সময়ে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়েছিল; তবুও তিনি কখনো জন্মভূমি ত্যাগ করেননি।
গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কামরুজ্জামান নোমানী। তার নেতৃত্বে দেশ, জাতি এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘ দোয়ায় অংশ নেন হাজারো মানুষ। মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারীরা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দোয়ার শেষ মুহূর্তে চারদিকে প্রতিধ্বনিত ‘আমিন’ ধ্বনি ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। গণদোয়া শেষে নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনা করেন।