নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের কবলে পড়েছেন যাত্রীরা। ঝড়ে রাস্তায় গাছ ভেঙে পড়া এবং গাড়ি বিকল হওয়ায় গাজীপুরে শুক্রবার সকাল থেকে ১৫ কিলোমিটার এ যানজটের সৃষ্টি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যানজটে গাজীপুর সদরের নাওজোড় থেকে কালিয়াকৈর উপজেলার বোর্ড ঘর পর্যন্ত রাস্তা অচল হয়ে পড়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলে গতরাতে ঝড়ে একটি গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে। অন্যদিকে কালিয়াকৈর ব্রিজের ওপর ১০ চাকার একটি গাড়ি নষ্ট হওয়ায় সড়ক আটকে যায়। এর ফলে ওই এলাকায় সৃষ্ট যানজট ১৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গাছ ও বিকল ট্রাকটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর কাজী ছাইদুর রহমান জানান, সড়কের দু'টি স্থানে গাড়ি বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
২৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ/সৈকত/এমএম