এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড কাপাসিয়া শাখার উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
গত ১৪ আগষ্ট কাপাসিয়া সদরে হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন জাতের ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়। কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্ধোধণ করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মোঃ আল-আমিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ সিরাজুল ইসলাম, এক্সিকিউটিভ কর্মকর্তা রায়হানুল ইসলাম, কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক হাজী সাইফুল ইসলাম, মিজান ক্যাডেট স্কুলের পরিচালক মিজানুর রহমান সৈকত প্রমূখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গ্রাহকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের প্রায় ৪ শত গাছের চারা বিতরণ করা হয়েছে।
২৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ/এইচএস/কেএস