শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ০৭:৫৯:১৭

মৃত্যুর সংবাদ দিয়ে বিকাশ প্রতারণা, নারীসহ দুজন আটক

মৃত্যুর সংবাদ দিয়ে বিকাশ প্রতারণা, নারীসহ দুজন আটক

গাজীপুর : অভিনব কৌশল এঁটে প্রতারণা করে যাচ্ছে নারীসহ একশ্রেণির বিকাশ প্রতারক।  সড়ক দুর্ঘটনায় আহত কিংবা মৃত্যুর সংবাদ দিয়ে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে টাকা।  এ চক্রের নারীসহ দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

তারা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ থানার মহিষামুড়ী এলাকার মৃত জাগর আলীর ছেলে রাশেদ (৩০) এবং লক্ষ্মীপুরের রামগতি থানার রঘুনাথপুর গ্রামের মৃত নাজির আহম্মেদের মেয়ে পারভীন আক্তার সুমি (২৫)।

তারা জয়দেবপুর চৌরাস্তা সংলগ্ন তেলিপাড়া ও দিঘীরচালায় ভাড়া বাসায় থাকতেন।  বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, প্রতারণার মাধ্যমে আদায় করা ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।  শুক্রবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, প্রতারক চক্রের সদস্যরা আগেভাগে বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের খোঁজ-খবর নিয়ে থাকে।  পরে যে পরিবারের সদস্যরা পরিবার ছেড়ে ঢাকা বা ঢাকার আশপাশের এলাকায় থাকেন, তাদের ফোন নম্বর যোগাড় করে।

এরপর প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে কিছুক্ষণের জন্য মোবাইল ফোন বন্ধ রাখতে বলে। পরে বাড়িতে তাদের পরিবারের সাথে প্রতারকচক্রের সদস্যরা ফোনে যোগাযোগ করে।

তারা পরিবারের সদস্যদের জানান, তাদের লোক অমুক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি রয়েছেন।  চিকিৎসার জন্য বিকাশে দ্রুত টাকা পাঠাতে বলে।  

এর প্রমাণের জন্য ভুয়া এসআইয়ের মুঠোফোন নন্বর দেয় তারা।  ওই নম্বরে প্রতারকচক্রের সদস্য একজন কথা বলে।  পরিবারের সদস্যরা বিকাশে টাকা পাঠানোর পর প্রতারকচক্র ভুয়া এসআইয়ের ফোন নম্বর বন্ধ করে দেয়।

এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১ এর  পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়।  

এ সময় জয়দেবপুর চৌরাস্তা এলাকার লিজা টেলিকমের সামনে থেকে বিকাশে ক্যাশ আউট করে টাকা উত্তোলনের সময় হাতেনাতে পাঁচটি মোবাইল ফোনসেট ও নগদ ৪৮ হাজার ৪৫ টাকাসহ ওই দুজনকে গ্যেফতার করে র‌্যাব।

এ সময় তাদের অপর সদস্য টাঙ্গাইল জেলা ভুয়াপুর থানার চরপাতলাকান্দি গ্রামের নাজির হোসেনের ছেলে রাজু আহমেদ (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে মানুষকে এডিসি জেনারেলের, স্বাস্থ্যমন্ত্রীর ও মন্ত্রীর পিএস, আবার কখনো সরকারি সচিব পরিচয় দিয়ে প্রতারিত করে আসছিল।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার ডাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. লাভলু মিয়া ওরফে লাবু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন।  আটককৃতদের শুক্রবার টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে