বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০৯:৪৮:০৩

রায় পড়ে শোনানো হয়েছে মীর কাসেমকে

রায় পড়ে শোনানো হয়েছে মীর কাসেমকে

গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়েছে।

বুধবার সকালে তাকে এ রায় পড়ে শোনানো হয়। মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কনডেম সেলে বন্দি রয়েছেন।

কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মীর কাসেম আলীর রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার রাতে কাশিমপুর কারাগারে এসে পৌছাছে। পরে বুধবার সকালে তাকে তা পড়ে শুনানো হবে।

এর আগে মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেডিওতে তার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়টি তিনি জানতে পারেন তিনি।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মীর কাসেম আলীর রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে তা পড়ে শুনানো হয়েছে।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে