বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০৩:০৯:২৫

মীর কাসেমের সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে স্বজনরা

মীর কাসেমের সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে স্বজনরা

গাজীপুর : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুরে হাইসিকিউরিটি কারাগারে প্রবেশ করেছেন তার পরিবার সদস্য ও স্বজনরা। তাদের মধ্যে মীর কাসেমের স্ত্রী ও পুত্রসহ মোট ৬ জন রয়েছেন।

বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে তারা কারাগারে প্রবেশ করেন। তবে তারা কারাগারে ঢোকার সময় কারও সঙ্গে কথা বলেননি।

মীর কাসেম আলীর আইনজীবী ম. তামিম জানিয়েছেন, বুধবার বেলা সোয়া ১১টার দিকে তার পরিবারের কয়েকজন সদস্য ঢাকা থেকে কাশিমপুরের উদ্দেশে রওনা হন।

তামিম বলেন, ‘উনার এক ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর আমরা আর তার খোঁজ এখনও পাইনি। আরেক ছেলে দেশের বাইরে থাকেন। ফলে পরিবারের সঙ্গে আমাদের খুব বেশি যোগাযোগ হয় না।’

মঙ্গলবার আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর আজ সকালে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হয়েছে। মীর কাসেম আলী এখন গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে বন্দি আছেন।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে