গাজীপুর : একজনকে হত্যার দায়ে ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক।
গাজীপুরে ব্যবসায়ী মো. আবু সাঈদকে হত্যা মামলায় আজ রোববার দুপুরে ৫ জনকে ফাঁসি এবং ১ জনকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ডের আদেশ দেন তিনি।
একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার শাহাদাৎ আলী ওরফে ছাদুর ছেলে মো. ইয়াকুব আলী (৩৫), একই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. হান্নান ওরফে হান্নু (৩৬), চান মিয়ার ছেলে মো. দেলোয়ার হেসেন ওরফে দেলু (৩৬), বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩৩) ও মো. বেদন মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৩৩)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. মাসুদ ওরফে মাইছ্যা একই এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন দেলু আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
গাজীপুর আদালতের পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহমদ জানান, পূর্বশত্রুতার জের ধরে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার মাটি সরবরাহের ঠিকাদার ব্যবসায়ী মো. আবু সাঈদকে বাড়ি থেকে ২০০৮ সালের ১৭ জুন রাতে ডেকে নিয়ে যায় আসামিরা।
পরে রাত ১১টার দিকে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে ফেলে রাখে।
খবর পেয়ে পরদিন নিহতের বাবা মো. নুরুল ইসলাম ওরফে নুরু মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
ওই দিনই ছেলে হত্যার ঘটনায় তিনি একই এলাকার ইয়াকুব, দেলোয়ার, মাসুদ ও হান্নানের নামে এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আজহারুল ইসলাম তদন্ত শেষে হত্যায় জড়িত থাকায় ওই চারজন এবং মনির ও ইকবালের বিরুদ্ধে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর, মো. লাবীব উদ্দিন ও সালেহ উদ্দিন রিপন।
৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম