শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০২:১০

উল্টো পথে গেলেই মামলা: সেতুমন্ত্রী

উল্টো পথে গেলেই মামলা: সেতুমন্ত্রী

গাজীপুর : গাজীপুরে উল্টো পথে গাড়ি চললেই তার বিরুদ্ধে মামলা দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মন্ত্রী অথবা ভিআইপির যার গাড়িই হোক না কেন-সবার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সারাবো এলাকায় শেখ ফজিলাতুননেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে কালিয়াকৈর-নবীনগর সড়কে আন্ডারপাসের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাটে শৃঙ্খলার অভাব। কারও ধৈর্য নেই। উল্টো সাইড দিয়ে গাড়ি চলে। এ কারণে মহাসড়কে যানজট আরও  বেশি সৃষ্টি হয়। এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারবো এমন আশ্বাস দিচ্ছি না। তবে সর্বাত্মক চেষ্টা করবো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ঘরমুখো মানুষদের স্বস্তি দিতে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। যানজট নিরসনে পুলিশের সঙ্গে রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীও নিয়মিত খোঁজখবর রাখছেন।’

আন্ডারপাস নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ২১৭ টাকা। এর দৈর্ঘ্য ৩৪ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৫ মিটার। এর নির্মাণ কাজ শুরু হয় গত ২৬ জানুয়ারি। আন্ডারপাসটি দিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও গার্মেন্টস শ্রমিকসহ সবাই নিরাপদে চলাচল করতে পারবেন বলেও জানান মন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবউদ্দীন খান, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।
০৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে