শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৬:২৩

গাজীপুরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

গাজীপুরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ছানাউল্যাহ নূরী, গাজীপুর : গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।  

ওই ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সদস্য শাহিদা আক্তার ওরফে জসুদার বিরুদ্ধে ভিজিএফের কার্ড রেখে চাল না দেয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ পেয়ে গাজীপুর মাইটিভির প্রতিনিধি ও জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের ভারপ্রাপ্ত সম্পাদক ও অন্য সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে বুধবার দুপুরে লাইনে দাঁড়ানো শত শত অসহায়-দুস্থ লোকের সাক্ষাৎকার নিতে গেলে তারা বলেন, সকাল ৬টা থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখনো চাল পাইনি।  তাদের অভিযোগ- অন্য দরজা দিয়ে তার আত্মীয়-স্বজনদের ভিজিএফ কার্ড ছাড়াই চাল দেয়া হচ্ছে।

অন্য দরজা দিয়ে চালবোঝাই ভ্যান দেখা গেলে ভ্যানচালককে জিজ্ঞাসা করা হয় কার চাল নিয়ে যাচ্ছেন।  জবাবে তিনি বলেন, জসুদা আপার চাল নিয়ে যাচ্ছি।

লাইনে দাঁড়ানো রহিমা বেওয়া বলেন, তাদের লাইনে দাঁড় করিয়ে রেখে কিছু না বলেই চলে যান শাহিদা আক্তার জসুদা।  

বানেছা নামক এক মহিলা জানান, কার্ড জোর করে রেখে ছিঁড়ে ফেলা হয়েছে।  আবার অনেক মহিলাকে ২-৩ কেজি চাল দিয়ে বিদায় করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার জানান, অনিয়মের কথা আমি শুনেছি।  তবে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেব।  

গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ ইজাদুর রহমান মিলনকে অনিয়মের ব্যাপারে অবহিত করলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান।

পরে গাজীপুর সদর উপজেলা প্রশাসন তাদের ট্যাগ অফিসার বিল্লাল হোসেন ঘটনাস্থল ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসেন।  শাহিদা আক্তার জসুদার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপস্থিত দুস্থ লোকজন।

এ ব্যাপারে শাহিদা আক্তারের কাছে জানতে গেলে তিনি মাইটিভির প্রতিনিধি সাংবাদিক মো. আবু বকর সিদ্দিকের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন।

পরে ৪নং ওয়ার্ডের সদস্য বাবুল শেখ গ্রাম-পুলিশের সহযোগিতায় সাংবাদিকদের উদ্ধার করেন।  এ ঘটনায় সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন, যার ন‍ং- ৫১৭ তারিখ-০৭-০৯-২০১৬ইং।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে