গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় যমুনা স্পিনিং মিলের কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
তিনি জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) জহুরুল ইসলামকে প্রধান করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়নি।
অপরদিকে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
যমুনা স্পিনিং মিলে আগুন
উল্লেখ্য, রবিবার ভোর সোয়া ৫টার দিকে সফিপুর বাজার এলাকায় যমুনা স্পিনিং মিলের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ধামরাই, সাভার, কালিয়াকৈর, গাজীপুর এলাকা থেকে ১৪টি ইউনিটি এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
কারখানার ফায়ার অ্যান্ড সিকিউরিটি বিভাগের ব্যবস্থাপক হরমুজ আলী জানান, সকালে কারখানার একতলা টিনশেড ভবনের ডেনিম রিসাইক্লিনিং প্লান্ট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ফিনিশিং, নিটিং, তুলা ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে টিনশেডের প্লান্ট ধসে পড়েছে।
তিনি জানান, কারখানার ভেতর বিপুল পরিমাণ ফিনিশিং গুড, সূতা তৈরির কাচামাল, কেমিক্যাল, পলিস্টার ও মেশিনারিজ নষ্ট হয়েছে।
০২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম