শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ০৫:৪৯:০৪

কাপাসিয়ায় পোল্ট্রি ও ডেইরী খামারী সমাবেশ

কাপাসিয়ায় পোল্ট্রি ও ডেইরী খামারী সমাবেশ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার পোল্ট্রি ও ডেইরী খামারীদের অংশ গ্রহনে আজ শনিবার বিকালে ‘প্রাণি সম্পদের সম্ভাবনা ও করনীয়’ বিষয়ক এক বিশাল খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, প্রাণি সম্পদ অধিদপ্তরের (প্রশাসন) পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, গাজীপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অখিল চন্দ্র, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর,  ক্যাডার এসোসিয়েশনের মহাসচিব ডাঃ দিলিপ কুমার ঘোষ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ বি সিদ্দিক, ঢাকা বিভাগীয় খামারী প্রতিনিধি কামাল উদ্দিন নান্নু, আতাউর রহমান, ইলিয়াস উদ্দিন মিঠু, শামীম আহমেদ, খামারী ও ইউপি সদস্য কানিজ ফাতেমা রহিতা প্রমূখ। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ হাজার পোল্ট্রি ও ডেইরী খামারী অংশ গ্রহন করেন।  
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে