শনিবার, ০৫ নভেম্বর, ২০১৬, ০৫:৫৩:৩৮

কাপাসিয়ায় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

কাপাসিয়ায় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় আজ শনিবার দুপুরে ৪৫তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার ডেইজী, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ বি সিদ্দিক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর, উপজেলা সমবায় অফিসার ইফতেখারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ মোল্লা, বিআরডিবির কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সোলায়মান সরকার, সমবায়ী অধ্যক্ষ তাজ উদ্দিন, মফিজ উদ্দিন, ঢাকা আড়ং প্রডিউসার লিনা ইসলাম, সমবায়ী খাদিজা খাতুন, আব্দুল্লাহ আল মামুন, মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত প্রমূখ। এর আগে জাতীয় যুব ও স্যানিটেশন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি পালিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস    

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে