গাজীপুর : গাজীপুরের শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল হককে গাজীপুর পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। মঙ্গলবার রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ক্লোজ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে ক্লোজড করা হয়েছে তা বলেননি।
প্রসঙ্গত, সোমবার একটি অনলাইন নিউজ পেপারে ‘কলেজ ছাত্রকে (---) ব্যবসায়ী সাজিয়ে হয়রানির অভিযোগ’ শিরোনামে ওই এএসআইকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয় দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে (---) ব্যবসায়ী বলে পুলিশি হয়রানির অভিযোগে পাওয়া গেছে। মাহাবুল আলম জনি নামে ওই শিক্ষার্থী স্থানীয় মাওনা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়ি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়ায় যাওয়ার সময় ওই এএসআই তার গতিরোধ করে। পরে তাকে থানায় নিয়ে তার পকেটে (---) পাওয়া গেছে বলে অভিযোগ তোলে। রাত সাড়ে ৩টার দিকে দর কষাকষির পর ৮১ হাজার টাকার বিনিময়ে ছেলেকে ছেড়ে দেওয়া হয় বলে তার বাবা আব্দুল কাদের অভিযোগ করেন। -বাংলা ট্রিবিউন।
১৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম