শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ০১:৪৭:৩২

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন, লাফিয়ে পড়ে আহত শতাধিক

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন, লাফিয়ে পড়ে আহত শতাধিক

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার বিকালে গাজীপুরে কালীগঞ্জের আউটার সিগন্যাল এলাকায় চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়লে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি গাজীপুরের টঙ্গী ও পূবাইল স্টেশন অতিক্রম করে বিকাল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথে গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যাল দড়িপাড়া এলাকায় এসে পৌঁছায়। এ সময় ওই চলন্ত ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে হঠাৎ আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে পুরো ট্রেনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

এ সময় আতঙ্কিত হয়ে নারী ও শিশুসহ যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে বেরিয়ে আসতে থাকেন। যাত্রীদের চিৎকার ও হুড়োহুড়ির এক পর্যায়ে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে এসে থেমে যায়। স্থানীয়রা জানায়, আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন তারা।’

পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রেনটি পুনরায় নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে