এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা ইমাম সমিতির উদ্যোগে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর গণহারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার আসরের নামাজ শেষে কাপাসিয়া শহরের প্রধান সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কাপাসিয়া বাজার জামে মসজিদ ও আশপাশের কয়েকটি মসজিদেও বিপুল সংখ্যক ইমাম ও মুসুল্লী এবং কয়েকটি মাদ্রাসার ছাত্র শিক্ষক এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
কাপাসিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি মন্ডলীর সভাপতি ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ জালালউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মাহমুদুল হাসান মারুফ, বাংলাদেশ জমিয়াতুল মুর্দারেসিনের গাজীপুর জেলা মহাসচিব মাওলানা মোঃ জহিরুল হক, কাপাসিয়া উপজেলা মুর্দারেসিনের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মাওলানা মোঃ উবায়দুল্লাহ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ আলাউদ্দিন শেখ, মুফতি আজমল হোসেন খাঁন, মাওলানা মোঃ মুজিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা এমদাদুল হক আরমান প্রমুখ।
১৮ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস