মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ০৯:২৪:৪২

আ.লীগের সংকটময় মুহূর্তের কাণ্ডারি জোহরা তাজউদ্দীনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  আ.লীগের সংকটময় মুহূর্তের কাণ্ডারি জোহরা তাজউদ্দীনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মীনি, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৩য় মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার সকল ইউনিয়নে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কাঙ্গালিভোজ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ’৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামীলীগের অত্যন্ত সংকটময় মুহূর্তে কাণ্ডারি হিসেবে দলের হাল ধরা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরার পূর্ব পর্যন্ত বলিষ্ঠ নেতৃৃত্বের ভুয়সী প্রশংসা করে তার রুহের মাগফেরাত কামনা করেন।  আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এডভোকেট ফজলুল কাদের, মিজানুর রহমান প্রধান, রেজাউর রহমান লস্কর মিঠু, আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান আব্দুল হাই, আব্দুল হালিম খোকন প্রমুখ। উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল।   
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে