শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ০৫:৫২:৪১

কাপাসিয়ায় এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

কাপাসিয়ায় এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার তরগাও ইউনিয়নের সরসপুর গ্রামের ১ বাড়িতে ও উত্তর খামের গ্রামের ২ বাড়িতে গত শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বাড়ি ৩ টি থেকে নগদ টাকাসহ, স্বর্নালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ঘটনার পর পর খবর পেয়ে কাপাসিয়া খানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাযায়, ১৮/২০ জনের একটি সশস্র ডাকাত দল উত্তর খামের গ্রামের মুদি ব্যবসায়ী মোখলেছ ও পাশের সামসুল মিলিটারীর বাড়িতে রাত ২টার দিকে হানা দেয়। ডাকাতরা মোখলেছের বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ৮/১০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। এ সময় গৃহকর্তা মোকলেছকে এলোপাথারী মারধর করে মারাত্বক ভাবে আহত করে। পরে একই কায়দায় সামসুলের বাড়িতে হানা দিয়ে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ১০/১২ ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এলাকায় ডাকাত পড়েছে, এ খবর আশপাশের মসজিদের মাইক থেকে প্রচার ও এলাকাবাসির ডাক চিৎকার দিলে লুন্ঠিত মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে রাইনাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  পাশের সরসপুর গ্রামের মোঃ শাহজাহান মাষ্টারের বাড়িতে হানা দিয়ে ঘরের দরজা ভেঙ্গে লোকজনকে জিম্মি করে দ্বিতল বাড়ির ৬ টি কক্ষ তছনছ করে। ডাকাতরা এ সময় নগদ ১ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শাহজাহান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ, গত এক সপ্তাহ আগে শহরের উপজেলা পরিষদের সামনে আদালত পাড়ার দলিল লিখক নজরুল ইসলামের বাড়ির ৩য় তালায় দিন দুপুরে র্দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরের দল নগদ ৪ লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ বাড়ির ২য় তালায় কাপাসিয়া থানার ওসি ও এসআই মঞ্জুদ্দোহা ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। এছাড়া সম্প্রতি উপজেলার বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীর তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
৩১ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে