সোমবার, ০২ জানুয়ারী, ২০১৭, ০৩:১৩:১৬

কাপাসিয়ায় ‘চলো কিছু করি গ্রুপ’র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে নতুন পোষাক ও পুরস্কার বিতরণ

কাপাসিয়ায় ‘চলো কিছু করি গ্রুপ’র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে নতুন পোষাক ও পুরস্কার বিতরণ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত পল্লী গ্রামের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদের আজ সোমবার সকালে ‘চলো কিছু করি গ্রুপ’র উদ্যোগে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।

এলাকার তরুন প্রজন্মের সংগঠন ‘চলো কিছু করি গ্রুপ’র আয়োজনে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুদ্দিনের  সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা শ্রমিকলীগ নেতা এইচ এম নোমান, যায়যায়দিন পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি শাকিল হাসান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ টিমের সদস্য গোলাম সারোয়ার, নাহিদা সারোয়ার, চলো কিছু করি গ্রুপের উপদেষ্টা অধ্যাপক রবীন্দ্র কুমার বকসী, অধ্যাপক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক শাহীন আক্তার, শিক্ষক হাসান ইমাম, সাখাওয়াত হোসেন, ‘চলো কিছু করি গ্রুপ’র সমন্বয়কারী আল নাফিয়ান নিবির, গ্রুপের সদস্য অনামিকা বিশ^াস, তৌফিক তাজ, জাহিদ হাসান সুমন, হাসিবুল আলম শান্ত প্রমূখ।

চলো কছিু করি গ্রুপ’র এই ক্ষুদ্র উদ্যোগকে সহযোগিতা ও উৎসাহ যোগিয়েছেন করেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ টিমের সবুজ মাহমুদ। বছরের শুরুতে পল্লী গ্রামের ওই বিদ্যালয়ের কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সেই সকাল থেকেই বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিদের মাঝে পুস্কার বিতরণ করা হয়েছে।  
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে