রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২০:২৬

কাপাসিয়ায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

কাপাসিয়ায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে গাজীপুরের কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ ১২ সেপ্টেম্বর শনিবার বিকালে শেষ হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মোঃ শাহ্ আলমগীরের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, প্রশিক্ষণের সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বী, এমআরডিআই এর পরিচালক প্রশিক্ষণ মোঃ ফরিদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর, উপজেলঅ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, প্রশিক্ষনার্থী হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক শামসুল হুদা লিটন, উম্মে কুলসুম শিল্পী  প্রমূখ।


প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি তাঁর পিতা স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের উদৃতি দিয়ে বলেন, ‘‘রাজনীতিবিদরা হলো জনগনের প্রতিনিধি, আর সাংবাদিকরা হলেঅ জনমতের প্রতিনিধি’’। সংবাদ পত্রে ছাপানো সংবাদ সাধারণ মানুষ সহজে বিশ্বাস করে। অথচ একাধিক পত্রিকা পড়েও আমরা প্রকৃত সত্য কোনটা তা বুঝতে পারিনা। সংক্ষিপ্ত সংবাদের মাধ্যমে মানুষকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। সততা, নিষ্ঠা এ পেশায় খুব জরুরী। সব কিছুতেই যেন আজ একটা অসচ্ছ ও অসততা এবং বিবেকের  সংকট বিরাজ করছে। মানুষকে একটা সময় পর্যন্ত মনে রাখে, আর সততা টিকে থাকে র্দীঘকাল। রাষ্ট্র ও সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ পেশাগত মান উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধি করে। এ প্রশিক্ষণের অভিজ্ঞতা কর্মজীবনে কাজে লাগাতে হবে।

বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পিআইবি প্রশিক্ষণের মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের কর্মদক্ষতায় বিশেষ ভূমিকা পালন করেছে। প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে দেশ জাতি গঠনে কাজ করতে হবে। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রের ব্যাপারে সাংবাদিকদের সজাগ ও সর্তক থাকার আহবান জানান।
পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ্ আলমগীর বলেন, সাংবাদিকরা সমাজের অগ্রবর্তী মানুষ। প্রতিনিয়ত সাংবাদিকদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে। ভাল সাংবাদিকরা শুধু ঘটনার পওে জানেনা, তারা অনেক ঘটনা ঘটার আগেও জানতে পারে। সংবাদ পত্রের মাধ্যমে অনেক সময় দেশে অস্থিরতা সৃষ্টি করা হয়, সে ব্যাপারে সাংবাদিকদের দ্বায়িত্বশীল হতে হবে। সাংবাদিকদের জন্য যেমন সুনির্দিষ্ট নীতিমালা দরকার, তেমনি প্রত্যেক সাংবাদিকদের ইনডেক্স থাকা জরুরী।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে