রবিবার, ২৬ মার্চ, ২০১৭, ০৭:৫৮:৩৭

কাপাসিয়ায় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা

কাপাসিয়ায় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ২৬ মার্চ- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এবং শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বজলুর রশিদ মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধণায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন খান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার ডেইজি, মুক্তিযোদ্ধা মোঃ আইন উদ্দিন, মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমূখ। সংবর্ধণা অনুষ্ঠানে ৫ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এর আগে ২৬ মার্চ সূর্যোদয় প্রহরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির পক্ষে উপজেলা আওয়ামীলীগ। পরে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কাপাসিয়া থানা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, কাপাসিয়া প্রেস ক্লাব, কমিউনিষ্ট পার্টি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কাপাসিয়া ডিগ্রি কলেজ,পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয় শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, প্রাইভেট হসপিটাল এসোসিয়েশন, উদীচী শিল্পী গোষ্ঠী। বিকালে উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুল মাঠে মহিলাদের অংশ গ্রহনে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলণ করেন এবং থানা পুলিশের একটি চৌকস দল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার আশিষ কুমার কর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকি বিল্লাহ, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আনিসুর রহমান, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিম প্রমূখ। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করেন এবং কাপাসিয়া প্রেস ক্লাব ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জল কাপাসিয়া’ শীর্ষক সংবাদ সামগ্রী ও আলোক চিত্র প্রদর্শন এবং ‘রক্তাক্ত স্বাধীনতা’ নামক দেয়াল পত্রিকা প্রকাশ করেন। এদিকে সকাল থেকে উপজেলার আড়াল দক্ষিনগাঁও মরিয়ম ভিলেজে দিনব্যাপী নানা কর্মসূচির  আয়োজন করেন মরিয়ম ফাউন্ডেশন। হত-দরিদ্রদের মাঝে বিনা মুল্যে নলকূপ বিতরণ, স্কুল-কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মরিয়ম ফাউন্ডেশনের  কর্ণধার আলম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, ফাউন্ডেশনের জিএম হরিদাস বর্মন, বাংলাদেশ দলিল লেখক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোশারফ হোসেন মৃধা, সুনিল মাস্টার, হাফিজুল হক চৌধুরী আইয়ুব, আজম সরকার প্রমুখ।

স্বাধীনতা ও জাতীয় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল’র মেধাবী ছাত্র প্রিন্স আহমেদ। এছাড়া উপজেলার লোহাদী উচ্চ বিদ্যালয়, ঈদগাহ্ উচ্চ বিদ্যালয়, পাবুর উচ্চ বিদ্যালয়, পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ, স্কুল ও মাদরাসায় ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেন।  
২৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে