গাজীপুর থেকে : আহসান উল্লাহ মাস্টার, শাহ এএমএস কিবরিয়া, আইভি রহমানসহ বিএনপির আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীর রক্তের দাগ বেগম জিয়া এবং তার নেতাদের হাতে লেগে আছে। সে রক্তের দাগ এখনো শুকায়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শন এবং হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কে গুপ্ত হত্যা বাংলাদেশে শুরু করেছিল? আমাদের অনেক নেতাকর্মীর ফ্যামিলি আজ পর্যন্ত তাদের লোকজনকে খুঁজে বেড়ায়, তাদের ছেলে সন্তানকে খুঁজে বেড়ায়। তারা (বিএনপি) আবার গুম খুনের কথা বলে। তাদের মুখে এটা শোভা পায় না। তাদের মুখে এটা হাস্যকর।’
মির্জা ফখরুলের ওপর হামলার জন্য রিজভী প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ওর কাজই হচ্ছে বসে বসে মিথ্যাচার করা। এর জন্যই ওকে ওখানে নিয়োজিত করা হয়েছে। হি ইজ এ প্যাথলজিক্যাল লায়ার।’
সেতুমন্ত্রী বলেন, সংসদ অধিবেশন চলছে। আমি সেখানে না গিয়ে রাস্তায় এসেছি। কারণ ঈদের সময় ঘরমুখো মানুষের স্বস্তি দিতে হবে, যাত্রাপথ নিরাপদ করতে হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও মনিটর করছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে সমন্বিতভাবে জনগণের যাত্রাপথ স্বস্তিদায়ক করতে হবে। আমরা সবাই প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তায় সক্রিয় আছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে বলেন, সমন্বিতভাবে এবার রাস্তায় শৃঙ্খলা বজায় রাখা হবে। গত দু’দিন বৃষ্টি ছিল না। রাস্তায় যেখানে যেখানে পানি জমেছে, সমস্যা হয়েছে তা মেরামত করা হয়েছে এবং মেরামতের কাজ এখনো চলছে। সারা বাংলাদেশের রাস্তা এখন পাসেবল আছে, ইউজেবল আছে। তাছাড়া দিনরাত আমাদের ইঞ্জিনিয়াররা, পুলিশ, হাইওয়ে পুলিশ সবাই রাস্তায় কাজ করছে।
তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছি। খুব বেশি ডিজাস্টার (দুর্যোগ) না হলে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারব। অন্তত যাত্রাটা স্বস্তিদায়ক করতে পারব। রাস্তায় জনদুর্ভোগটা সহনীয় মাত্রায় রাখতে পারব। সে রকম পিপারেশন আমরা নিয়েছি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস