সোমবার, ২৬ জুন, ২০১৭, ১০:২৮:৪৪

কারাগারে ঈদের নামাজে শরিক হননি বাবর-সাঈদী

কারাগারে ঈদের নামাজে শরিক হননি বাবর-সাঈদী

গাজীপুর থেকে : কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী ঈদের জামাতে নামাজে শরিক হননি। ওই কারাগারে বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এখানে ঈদের দিন বন্দিদের ঈদের নামাজ আদায় করার জন্য আলাদাভবে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের অনেক বন্দিই ঈদের নামাজে অংশ নিলেও সাঈদী ও বাবর ঈদের জামাতে শরিক হননি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কারাকর্মকর্তা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, এ কারাগারে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, এমপি রানা ও ডেসটিনির মালিক মো. হোসেনসহ এক হাজারের মতো বন্দি  রয়েছে। তাদের মধ্যে ৮০জনের মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, তার কারাগারে বন্দিদের জন্য একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ কারাগারে দুই হাজারের উপরে বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৩৮জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-এর জেলার বিকাশ রায়হান জানান, ওই কারাগারে বন্দির জন্য দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের ১ হাজার ৬৩৯ জনের মধ্যে ছয়শ’র মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে