সোমবার, ০৩ জুলাই, ২০১৭, ১১:০০:২০

গাজীপুরে গার্মেন্টস কারখানার বয়লার বিস্ফোরণে নিহত ৫

গাজীপুরে গার্মেন্টস কারখানার বয়লার বিস্ফোরণে নিহত ৫

গাজীপুর থেকে: গাজীপুরের কোনাবাড়ীতে একটি গার্মেন্টস কারখানার বয়লার বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে আহত হয়েছে আরও অর্ধশতাধিক। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

তবে, স্থানীয়রা নিহতের সংখ্যা ৮ বলে জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হলে কারখানার মূল ভবনের নিচের কয়েকটি কক্ষে আগুন লাগে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকে মাল্টি ফ্যাবস নামের ওই কারখানার নিচ তলায় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একাংশ ধসে পড়লে কারখানার দেয়াল ও মেশিনারিজের নীচে চাপা পড়ে অনেকেই। ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ।

ধোঁয়ার কারণে ও ছাদের অংশ ধসে পড়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
০৩ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে