গাজীপুর থেকে : গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। সোমবার (৩ জুলাই) বয়লার বিস্ফোরণের এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০-এ।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, গতকাল মধ্যরাতের পর আজ সকালে উদ্ধারকাজ শুরু হওয়ার পরপরই একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চার তলা বিশিষ্ট মাল্টিফ্যাবস লিমিটেড ওই কারখানা ভবনের নিচ তলায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসময় পুরো ভবন কেঁপে ওঠে এবং ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার বেশ কিছু অংশ ধসে পড়ে। বিস্ফোরণে ৯ কর্মী নিহত হন। এর মধ্যে ঘটনাস্থল থেকে ৮ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া বিস্ফোরণে আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও শতাধিক কর্মী আহত হন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস