সোমবার, ১০ জুলাই, ২০১৭, ০৫:৫৭:৫৪

কাপাসিয়ায় ইউএনও মাকছুদুল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

কাপাসিয়ায় ইউএনও মাকছুদুল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ১৩ বছরের এক কিশোরী বাল্য বিবাহের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে। শনিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামে বিয়ে বন্ধের এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের আলী আকবরের মেয়ে আয়েশা আক্তারের সাথে পার্শ্ববর্তী খিলগাঁও গ্রামের তাজউদ্দিনের প্রবাসী ছেলে কাউছারের সাথে শনিবার দুপুরে বিবাহ অনুষ্ঠানের কথা ছিল।

পাত্রী আয়েশা বেগুনহাটি ফাযিল ডিগ্রি মাদরাসার ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। সংবাদ পেয়ে নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ গাফফার বিয়ে বাড়িতে গিয়ে বিয়ের কার্যক্রম বন্ধের অনুরোধ করেন।

কিন্তু মেয়ের বাবা নোটারি পাবলিকের মাধ্যমে বয়স এফিডেভিট করে কৌশলে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। পরে উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশ নিয়ে কনের বাড়িতে গিয়ে এ বিয়ের আয়োজন বন্ধের নির্দেশ দেন।

এ সময় আয়েশার বাবা অনুপস্থিত থাকায় আয়েশার মা তার মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দিবেন না বলে লিখিত অঙ্গিকার নামা প্রদান করেন। পরে আয়েশার বাবা বর পক্ষকে তার মেয়েকে বিয়ে না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে