মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭, ০৩:২০:৫৫

কাপাসিয়ায় পিতা হত্যার ঘাতক পুত্র বাদল গ্রেফতার

কাপাসিয়ায় পিতা হত্যার ঘাতক পুত্র বাদল গ্রেফতার

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় পুত্রের দা’য়ের কোপে ও শাবলের আঘাতে বয়োবৃদ্ধ পিতা খুনের ঘটনায় ঘাতক পুত্র বাদল পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

কাপাসিয়া থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্বে একদল পুলিশ ফাঁদ পেতে গত সোমবার উত্তরা থেকে তাকে আটক করে। গতকাল মঙ্গলবার ঘাতক বাদলকে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে। থানা পুলিশের কাছে সে স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানাগেছে।  

ঘটনার বিবরনে জানা যায়, গত ১৩ মে শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর বাঘিয়া গ্রামে মাদকাশক্ত ও জুয়াড়ি পুত্র পারিবারিক কলহে তার বয়োবৃদ্ধ পিতা আব্দুল কাদির (৮০) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত ঘাতক পুত্র বাদল মিয়া (৪০) পালিয়ে যায়। গত দুই মাস দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর কাপাসিয়া থানার এসআই মনিরুজ্জামান খান আধূনিক প্রযুক্তি ব্যবহার করে ফাঁদ পেতে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে। বৃদ্ধ খুনের ঘটনার সময় তাঁকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের ছোট পুত্র জুয়েল (৩৮) ও নাতিন মাসুম (২২) আহত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, জুয়াড়ি বাদল মিয়া তার পুত্র মাসুমের নিকট টাকা দাবী করে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাদল ছেলেকে খুন করতে শাবল নিয়ে দৌঁড়ে যায়। নাতিকে রক্ষা করতে আব্দুল কাদির বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে পিতাকে দা’দিয়ে এলোপাথারী কোপায়। ফলে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়।

নিহতের জামাতা ইকবাল হোসেন জানান, ঘটনার কিছুদিন আগে বৃদ্ধ আব্দুল কাদির তার নাতিন মাসুম (২২)কে বিয়ে দেন। এ বিয়ে তারপুত্র বাদল মেনে নেয়নি এবং মাসুমের শ^শুড় বাড়ি থেকে যৌতুক হিসাবে টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ চলছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান খান জানান, ঘাতক বাদল ঘটনার পর থেকেই পলাতক ছিল। এতদিন দেশের বিভিন স্থানে পালিয়ে থাকার পর গত এক সপ্তাহ আগে আইসিসিএস সিকিউরিটি এজেন্টের মাধ্যমে টঙ্গীর আব্দুল্লাহপুরে একটি পেট্রোল পাম্পে চাকুরী নিয়েছিল। এর কিছুদিন আগে থেকে তার দ্বিতীয় স্ত্রী সাথীকে নিয়ে টঙ্গী রেল স্টেশনের পাশে বস্তিতে বসবাস শুরু করেছিল।  

কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, নিজ পিতাকে খুনের ঘটনা পুত্র বাদল মিয়া স্বিকার করেছে। ১৬৪ ধারায় জবানবন্দির জন্য তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।   
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে