মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭, ০৫:৫১:০৮

কাপাসিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কাপাসিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে ‘‘পরিবার পরিকল্পনা, জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসান জামিল পল্লব, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ সেলিনা আক্তার লিপি, রায়েদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইউনিয়ন ফার্মাসিষ্ট হুমায়ূন কবির, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আমিনুল আহসান, স্বাস্থ্য সহকারী সন্ধ্যা রানী আচার্য প্রমূখ। কাজের স্বিকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন পরিবার কল্যাণ সহকারী জান্নাত মহল, পরিবার কল্যাণ পরিদর্শীকা মিনারা ইয়াসমীন, শ্রেষ্ট স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ টোক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ টোক ইউনিয়ন পরিষদ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে