শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭, ০৮:১১:১৪

কাপাসিয়ায় তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কাপাসিয়ায় তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটি কর্তৃক তালিকায় বাদপড়া মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ ১৪ জুলাই শুক্রবার সকালে উপজেলা শহরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ‘না’ তালিকাভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে মুক্তিযোদ্ধারা বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয় কর্তৃক গঠিত যাচাই-বাছাই কমিটি বাতিলের দাবী করেন। বক্তারা অভিযোগ করে বলেন, কাপাসিয়া উপজেলায়  উদ্দেশ্যমুলক ভাবে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। যাদের বাদ দেয়া হয়েছে তাদের মধ্যে অনেকের নাম মুক্তি বার্তা, গেজেট, প্রধানমন্ত্রীর সনদ ও মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সনদ আছে  এবং অনেকেই মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হিসাবে ভাতা পেতেন। বাদ দেয়াদের মাঝে প্রায় ২ শতাধিক জন মুক্তিযোদ্ধা অনলাইনে আবেদন করেছিলেন।

তারা অভিযোগ করে বলেন, যাচাই বাছাই কমিটি সীমাহীন দুর্নীতি ও অর্থনৈতিক লেনেদেনের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে কিছু ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করেছেন।

তারা দাবী করেন যাচাই বাছাইয়ের বর্তমান কমিটি বাতিল করে গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসক, জেলা কমান্ডার ও গণমাধ্যমকে সংযুক্ত করে নতুন করে কমিটি দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার।

 মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান, মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মুক্তিযোদ্ধা খাইরুল বাশার, মুক্তিযোদ্ধা আ. মান্নান আকন, মুক্তিযোদ্ধা আমানউল্লাহ মাস্টার প্রমুখ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে