এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রাক্তন ও প্রয়াত সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ ছানাউল্লাহ’র স্মরণে খিরাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সভাটি পুলিশি বাধায় নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হতে পারেনি। পরে তাৎক্ষনিক ভাবে স্থানান্তর করে মরহুমের খিরাটি গ্রামের নিজ বাড়ি আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।
ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ’র পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা আজগর হোসেন খান, যুবদল সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, বোরহান উদ্দিন নান্নু, আনোয়ারুজ্জামান, শাহীন বন্দুকসী, হারুন অর রশীদ, মামুন অর রশীদ প্রমূখ।
এর আগে সকালে হান্নান শাহ্’র বাড়ি আঙ্গিনায় ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির শুভ উদ্ধোধণ করেন শাহ্ রিয়াজুল হান্নান।
উল্লেখ, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা ডাঃ মোঃ ছানাউল্লাহ সম্প্রতি ইন্তেকাল করেন। এলাকার কৃতি সন্তান হিসাবে স্থানীয় বিএনপি তাঁর প্রতিষ্ঠিত খিরাটি উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
সেই মোতাবেক গত বৃহস্পতিবার দিনব্যাপী প্যান্ডেল ও মঞ্চ তৈরীর কাজ শুরু করেন। প্রায় শেষ পর্যায়ে রাতে কাপাসিয়া থানার একদল পুলিশ অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে মঞ্চ তৈরীতে বাধা প্রদান করেন এবং শ্রমিকদের মারধর করে বলে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক চাঁন মিয়া অভিযোগ করেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস