এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: “সকলে মিলে বৃক্ষ রোপন করি, সুখী সমৃদ্ধ স্বদেশ গড়ি”- এই শ্লোগানকে সামনে রেখে গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসাবে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড কাপাসিয়া শাখা। ২৭ জুলাই বৃহস্পতিবার সকালে কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড কাপাসিয়া শাখার এফ.এ.ভিপি ও ব্যবস্থাপক আল-আমীন, প্রিন্সিপাল অফিসার ওসমান গনি মিনহাজ, এক্সিকিউটিভ অফিসার বখতিয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারি প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, সহকারি শিক্ষক মনির হোসেন, সোলায়মান, আলমগীর হোসেন, রুহুল আমীন, ব্যাংক স্টাফ মোতালিব প্রমুখ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস