এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ডুয়াইনগর এলাকা থেকে শুক্রবার দুপুরে ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল-কোরআন ছিঁড়ে ফেলা ও ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার তাকে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবক মাওলানা মান্নানের পুত্র আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। পুলিশ বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, সিংহশ্রীর ডুয়াইনগর এলাকার বখাটে যুবক আব্দুল্লাহ প্রায় সময় ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছিলো। বিভিন্ন সময় ফেসবুকে নানা স্ট্যাটাসও দিতো।
শুক্রবার জুম্মা নামাজের আগ মুহুর্তে সে ডুয়াইনগর মোড়ে মসজিদের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফের পাতা ছিড়ে উচ্চস্বরে বলতে থাকে ইসলাম কোনো ধর্ম নয়। কোরআন কোনো ধর্মগ্রন্থ নয়, এটি সাধারণ বই। মোহাম্মদ কোন নবী নয়, আল্লাহ্ধসঢ়; বলতে কিছু নেই, আর ঠিক এ সময় এলাকাবাসি উত্তেজিত হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আল কোরআন ছেড়া ও ইসলাম ধর্মকে কটাক্ষ করায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দন্ডবিধি ২৯৫ ধারায় থানায় মামলা নং- ২২(৭/২০১৭) দায়ের করা হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস